বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) জানান, ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর এই ভাষণ প্রচার করা হবে। এতে তিনি দেশবাসীর উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
সূত্র : বাসস, ডেইলি বাংলাদেশ