নকলায় এক গরুচোর আটক
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের নকলা উপজেলায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ব্যারিকেড দিয়ে আটকিয়ে চোরচক্রের এক সদস্যকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় জব্দ করা হয় চোরাইকৃত একটি গরু।
১৭ জানুয়ারি ভোরে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের তেঘড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক রমজান আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার গরুচোর হলেন উপজেলার সালখা এলাকার কেতু মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, নকলা উপজেলার সালখা এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তেঘড়ি এলকায় স্থানীয় জনতা ব্যারিকেড দিলে চোরাই একটি গরুসহ এক গরুচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে গরুর মালিক রমজান আলী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। গ্রেপ্তার ওই গরুচোরকে আদালতে পাঠানো হয়েছে।