নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন শেরপুরের নকলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় সহায়তা সংস্থা। সারাদেশের ন্যায় এই এলাকায় যোগ হওয়া কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই এই শীতের রাতে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে নকলা পৌর শহর এলাকায় বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন এ সংস্থা।
১৩ জানুয়ারি রাতে শহরের থানার সামনে, হলপট্টি মোড়, নালিতাবাড়ী মোড়, সোনালী ব্যাংকের সামনে, উপজেলা পরিষদ প্রাঙ্গন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দেন খেটে খাওয়া এবং ছিন্নমুল অসহায় মানুষদের কাছে।
কম্বল বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মাহবুবুল আলম সোহাগ, অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামিম আহম্মেদ, ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, মুভি বাংলা টিভি প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ অসহায় সহায়তা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।