জামালপুরে তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রাচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব আলোচনা সভার আয়োজন করে। এর আগে সকালে শহরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালায় নাটাব।
নাটাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম মুহাম্মদ শফিকুল ইসলাম।
নাটাব জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআই এর সহকারী পরিচালক রাইয়ান রাজ্জাক, র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদ ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম।
বক্তারা এ সময় যেসব স্থানে জনসমাগম বেশি সেসব স্থানে তামাক ব্যবহারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
আলোচনা সভায় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা, সমাজসেবা কর্মকর্তা আশিক আহমেদ, দৈনিক আলোচিত জামালপুরের সম্পাদক সাযযাদ আনসারী, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ইকরামুল হক নবীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এদিকে একই দিনে সকালে জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রাচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তমালতলা মোড়ে নাটাব আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এ ছাড়াও জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, নাটাব জামালপুরের সভাপতি তানভীর আহমেদ হীরা, মাঠ কর্মকর্তা মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তামাক ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করার আহবান জানান। পরে তামাকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
সর্বশেষ
- অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী
- দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭ জন
- বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
- ব্রাজিলে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৫৬০ জন
- বকশীগঞ্জে রমজান উপলক্ষে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
- লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
- যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না
- ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা
- বিএনপি ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত
- দেওয়ানগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের কঠোর নজরদারি
- করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী দ্বিতীয় দিনের সর্বাত্মক লকডাউন চলছে
- নিরপরাধ ফিলিস্তিনি শিশুর চোখে গুলি ইসরায়েলি সেনার