রাশিয়ায় ভবনের ধ্বংসস্তুপ থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে ১ জানুয়ারি এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ছেলে শিশুটি শূন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়। গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয় জন মারা গেছে। খবর এএফপি’র।
এই ঘটনায় ভবনটির আরো বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে!’
মস্কো থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবনধসের ঘটনাটি ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘শিশুটির মা জীবিত আছেন। তিনি হাসপাতালে তার সন্তানকে চিনতে পেরেছেন।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটিকে ‘অত্যন্ত গুরুতর’ অবস্থায় মস্কোর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় তার শরীরে অঙ্গগুলো প্রায় অবশ হয়ে গেছে, সে মাথায় ও পায়ে একাধিক স্থানে আঘাত পেয়েছে। তাকে বিশেষ চিকিৎসার জন্য মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গ্যাস বিস্ফোরণে এই ভবনে ধসে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩২ জন। গ্যাস সংযোগের ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে যায়। ভবনটিতে ৪৮টি অ্যাপার্টমেন্টে বাসিন্দার সংখ্যা ১২০।
মাগনিতোগোস্ক শহরটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। দিনের বেলাতেই এই শহরে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে।
চেলিয়াবিনস্কের আঞ্চলিক গভর্নর বোরিস দুব্রোভস্কি বলেন, ‘উদ্ধারকর্মীরা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। শিশুটি একটি দোলনায় ছিল।’
সূত্র : বাসস
- ইসলামপুরে যমুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি
- ইসলামপুরে আগুন কেড়ে নিল ভিক্ষুকের স্বপ্ন
- বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পোশাককর্মী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
- মাদারগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে ছাগল পালনের ওপর ওরিয়েন্টেশন
- নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক
- সানন্দবাড়ীতে ১০০টি ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার
- দেওয়ানগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- বকশীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- সরিষাবাড়ীতে নসিমন খাদে পড়ে চালক নিহত
- বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুল ছাত্র নিহত
- ঋণের বোঝা মাথায় নিয়ে জিলবাংলা চিনিকল ধংসের দ্বারপ্রান্তে
- গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা শীর্ষক আলোচনা
- অসুস্থ সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে তথ্য প্রতিমন্ত্রী
- গৃহহীনদের ঘর নির্মাণ নিয়ে দেওয়ানগঞ্জে ইউএনওর সংবাদ সম্মেলন
- বকশীগঞ্জে নিজস্ব অর্থে ১১৫ ফুট কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান!