নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাগারি আর নেই

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শেহু শাগারি ২৮ ডিসেম্বর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। খবর এএফপি’র।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেন, ‘আমি রাজধানী আবুজায় নাইজেরিয়ার প্রথম নির্বাহী প্রেসিডেন্ট আলহাজি শেহু শাগারির মৃত্যুর খবর পেয়েছি। আর এটা আমার পরিবার, নাইজেরিয়ার সরকার ও জনগণের জন্য খুবই দুঃখজনক খবর।’
সাবেক জেনারেল বুহারি ১৯৮৩ সালে শাগারির সরকারের বিরুদ্ধে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন।
প্রেসিডেন্ট তার বিবৃতিতে আরো বলেন, ‘তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার মৃত্যুর আগ পর্যন্ত নাইজেরিয়ার জনগণ তাকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখে এবং তার দূরদর্শীতাপূর্ণ পরামর্শ দেশের জনগণ চিরদিন স্মরণ করবে।’
১৯৭৯ সালে নাইজেরিয়ায় মার্কিন-ধাচের শাসন ব্যবস্থা চালু হওয়ায় শাগারি কেবলমাত্র দেশের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট না তিনি প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হন। তিনি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ফুলানি মুসলিম ছিলেন।
শাগারির শাসনামলে ১৯৮০’র দশকের গোড়ার দিকে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দেশটির আর্থিক অবস্থা মুখথুবড়ে পড়ে, সর্বত্র এক ধরনের অব্যবস্থাপনা দেখা দেয় ও রাষ্ট্রের ঋণের বোঝা বেড়ে যায়।
এসব দুর্দশা সত্ত্বেও ১৯৮৩ সালের নির্বাচনে শাগারির দল বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে। তবে এ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলা হয়।
ওই বছরের ৩১ ডিসেম্বর বুহারি এ সরকারকে উৎখাত করে শাগারিকে গ্রেপ্তার করে। এ ছাড়াও দুর্নীতির অভিযোগে তার সরকারের অনেক মন্ত্রী ও দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সেনা সমর্থিত বিচারে ক্ষমতাচ্যুত এ নেতার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পান।
রাজনীতি ছেড়ে দেওয়ার পর থেকেই শাগারি জনগণের চোখের আড়ালে একেবারে নিভৃত জীবনযাপন করেন।
সূত্র : বাসস
- অচিরেই এদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে : তথ্যমন্ত্রী
- সরিষাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- সরিষাবাড়ীতে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ
- জামালপুরে ত্রাণ গুদাম ও তথ্য কেন্দ্র নির্মাণ কাজ শুরু
- পরীক্ষার ফলাফল প্রকাশে আইনে বাধা দূর করতে সংসদে ৩টি বিল পাস
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ২০ জনের মৃত্যু
- দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : ওবায়দুল কাদের
- বাঙালির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়ার দোসররা : মির্জা আজম
- শুরু হল জামালপুর ডিএসএ কাপ বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ
- সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিববর্ষের লক্ষ্য : প্রধানমন্ত্রী
- বিদেশী দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে : ওবায়দুল কাদের
- মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি গৃহহীন পরিবার
- দেওয়ানগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৭২টি গৃহহীন পরিবার
- বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার
- ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার