ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিটিআরসির এ নির্দেশনা কার্যকর করেছে দেশের সকল মোবাইল অপারেটর।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যাবে। তবে ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ এবং ভয়েস কল সেবা চালু থাকবে।

মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনো পাইনি।

৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সারা দেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলবে। অপারেটররা যে নির্দেশনা পাওয়ার কথা বলছেন, তাতে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ফোরজি ও থ্রিজি সেবা পাওয়া যাবে না। এর আগে গত ২৭ ডিসেম্বর রাত থেকে প্রায় ১০ ঘন্টা মোবাইল ইন্টারনেটে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রাখা হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি

আপডেট সময় ০৬:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিটিআরসির এ নির্দেশনা কার্যকর করেছে দেশের সকল মোবাইল অপারেটর।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যাবে। তবে ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ এবং ভয়েস কল সেবা চালু থাকবে।

মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনো পাইনি।

৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সারা দেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলবে। অপারেটররা যে নির্দেশনা পাওয়ার কথা বলছেন, তাতে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ফোরজি ও থ্রিজি সেবা পাওয়া যাবে না। এর আগে গত ২৭ ডিসেম্বর রাত থেকে প্রায় ১০ ঘন্টা মোবাইল ইন্টারনেটে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রাখা হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ