সরিষাবাড়ীতে প্রিমিয়ার ফুটবল লিগে স্বাধীন বাংলা চ্যাম্পিয়ন

স্বাধীন বাংলা একাদশ ও বন্ধুমহল একাদশ দলের মধ্যে খেলা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে দিগন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাধীন বাংলা একাদশ ২-১ গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য এবং মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক।

চ্যাম্পিয়ন স্বাধীন বাংলা একাদশ দলের খেলোয়াড়দের হাতে ২২ ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন উপহার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

দিগন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি অজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শোভান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ২২ ইঞ্চি এলইডি ও রানারআপ দলকে ২০ ইঞ্চি রঙিন টেলিভিশন উপহার দেন। খেলা পরিচালনা করেন ভাটারা স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক আবুল কালাম।

sarkar furniture Ad
Green House Ad