দেওয়ানগঞ্জে ৮টি রামদা উদ্ধার

মদন মোহন ঘোষ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৩ ডিসেম্বর এক কামারের দোকান থেকে আটটি রামদা উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ১৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে উপজেলার তিলকপুর বাজারের হাবিবুর রহমান কামারের দোকানে অভিযান চালায়। ওই দোকানে বড় বড় রামদা তৈরি করা হচ্ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে আটটি রামদা জব্দ করে থানায় নিয়ে যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, আসন্ন নির্বাচনে নাশকতা করার জন্য এ রামদা তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad