ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মাদারগঞ্জে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু বাংলাদেশের শামি-বুমরাহকে নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা লস এঞ্জেলেস দাবানলের শিকারদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধানে কুকুরের অমূল্য প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : জামালপুর জেলা যুবদলের আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে মরহুম ডাক্তার রিয়াজুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

মানুষ কতজনের চেহারা মনে রাখতে পারে?

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আপনি কতজন মানুষের চেহারা চিনেন? এই প্রশ্নের জবাব দেওয়া সবার জন্যই অসম্ভব! কিন্তু জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরিবাকরি— এক কথায় আমাদের জীবনযাত্রায় হাজারো মানুষের সঙ্গে পরিচিত হয়ে থাকি। সবার চেহারা, রং একদম আলাদা। তাই হিসেব করে বলা অসম্ভব, কতজনের চেহারা আমরা মনে রেখেছি!

সম্প্রতি এক গবেষণার তথ্য বলছে, একটা মানুষ গড়ে ৫ হাজার চেহারা মনে রাখতে পারে। ব্যক্তিগত জীবন ও মিডিয়া থেকে অংশগ্রহণকারীরা ঠিক কতগুলো মুখ স্মরণে আনতে পারেন, তার ওপর গবেষণা করেছেন একদল বিশেষজ্ঞ।

ফলাফল আসে, অংশগ্রহণকারীরা ১ হাজার থেকে ১০ হাজারের মতো মুখ স্মরণে আনতে পারছেন। অংশগ্রহণকারীদের বয়সের গড় ছিলো ২৪ বছর। পুরো গবেষণা নিবন্ধটি রয়্যাল সোসাইটির সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।

গবেষক দলটির প্রধান ড. রব জেনকিনস বলেছেন, আমাদের গবেষণার মূল ফোকাস ছিলো প্রকৃতপক্ষে মানুষ কতো সংখ্যক চেহারা মনে রাখতে পারে—আমরা এখনো জানি না, আমাদের মস্তিষ্ক ঠিক কী পরিমাণ অবয়ব স্মরণে রাখতে সক্ষম। তবে একেকজনের সামর্থ্য একেক রকম, কিন্তু গড়ে ৫হাজার।

গবেষণায় অংশগ্রহণকারীরা এক ঘণ্টা ব্যয় করেন তাদের স্মরণে থাকা মুখগুলোর নাম লিখতে। যেমন স্কুলের পরিচিত, চাকরিতে সহকর্মী অথবা পরিবার-আত্মীয় ইত্যাদি। পরে তারা ধীরে ধীরে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য মাধ্যমের আইকনদের নামও লিখতে থাকেন।

শুরুতে অংশগ্রহণকারীরা ঝটপট নাম লিখতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তা কঠিন হয়ে পড়ে। এক ঘণ্টা শেষে তা হয় কঠিনতর! এই গতির ওপর গবেষকরা অনুমান করেন, তারা ঠিক কতগুলো অবয়ব স্মরণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের হাজারটা বিখ্যাত মানুষের ছবিও দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয়, কাদের চিনতে পারছেন তারা।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মানুষ কতজনের চেহারা মনে রাখতে পারে?

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আপনি কতজন মানুষের চেহারা চিনেন? এই প্রশ্নের জবাব দেওয়া সবার জন্যই অসম্ভব! কিন্তু জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরিবাকরি— এক কথায় আমাদের জীবনযাত্রায় হাজারো মানুষের সঙ্গে পরিচিত হয়ে থাকি। সবার চেহারা, রং একদম আলাদা। তাই হিসেব করে বলা অসম্ভব, কতজনের চেহারা আমরা মনে রেখেছি!

সম্প্রতি এক গবেষণার তথ্য বলছে, একটা মানুষ গড়ে ৫ হাজার চেহারা মনে রাখতে পারে। ব্যক্তিগত জীবন ও মিডিয়া থেকে অংশগ্রহণকারীরা ঠিক কতগুলো মুখ স্মরণে আনতে পারেন, তার ওপর গবেষণা করেছেন একদল বিশেষজ্ঞ।

ফলাফল আসে, অংশগ্রহণকারীরা ১ হাজার থেকে ১০ হাজারের মতো মুখ স্মরণে আনতে পারছেন। অংশগ্রহণকারীদের বয়সের গড় ছিলো ২৪ বছর। পুরো গবেষণা নিবন্ধটি রয়্যাল সোসাইটির সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।

গবেষক দলটির প্রধান ড. রব জেনকিনস বলেছেন, আমাদের গবেষণার মূল ফোকাস ছিলো প্রকৃতপক্ষে মানুষ কতো সংখ্যক চেহারা মনে রাখতে পারে—আমরা এখনো জানি না, আমাদের মস্তিষ্ক ঠিক কী পরিমাণ অবয়ব স্মরণে রাখতে সক্ষম। তবে একেকজনের সামর্থ্য একেক রকম, কিন্তু গড়ে ৫হাজার।

গবেষণায় অংশগ্রহণকারীরা এক ঘণ্টা ব্যয় করেন তাদের স্মরণে থাকা মুখগুলোর নাম লিখতে। যেমন স্কুলের পরিচিত, চাকরিতে সহকর্মী অথবা পরিবার-আত্মীয় ইত্যাদি। পরে তারা ধীরে ধীরে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য মাধ্যমের আইকনদের নামও লিখতে থাকেন।

শুরুতে অংশগ্রহণকারীরা ঝটপট নাম লিখতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তা কঠিন হয়ে পড়ে। এক ঘণ্টা শেষে তা হয় কঠিনতর! এই গতির ওপর গবেষকরা অনুমান করেন, তারা ঠিক কতগুলো অবয়ব স্মরণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের হাজারটা বিখ্যাত মানুষের ছবিও দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয়, কাদের চিনতে পারছেন তারা।
সূত্র : ডেইলি বাংলাদেশ