ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২১ নভেম্বর জোহর নামাজের পর বঙ্গভবনের দরবার হলে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং সামরিক কর্মকর্তাগণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবীর মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণসহ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
সূত্র : বাসস