বিরল রেকর্ডের সামনে সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়াই যার কাজ। আসন্ন উইন্ডিজ সিরিজেও রয়েছেন বিরল আর এক রেকর্ডের সামনে।

এর আগে এক টেস্টে ১০ উইকেট ও শতক গড়ে ইমরান খান-বোর্ডারদের পাশে নাম লেখান সাকিব। এবারে উইন্ডিজ সিরিজে মাত্র চার উইকেট নিতে পারলেন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।

এ ছাড়া এই মাইলফলক ছোঁয়ার সঙ্গে সঙ্গে সাকিব হবেন টেস্ট ইতিহাসের চৌদ্দতম খেলোয়াড় যিনি টেস্টে ৩০০০ রান এবং ২০০ উইকেটের মালিক।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad