জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখা ১০ নভেম্বর বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।