শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
স্কুল কলেজের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে দেয়ালে পত্রিকা পাঠ উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর বিকেলে শেরপুরের নকলা থানা মোড়ে পাঠকদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নওশাদ শার্ফিন শুভ, সাধারণ সম্পাদক সালেহীন জামান জয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
দেয়াল পত্রিকাটি সকল শ্রেণি পেশার মানুষ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিদিনের সংবাদ পড়তে পারবেন।