নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ সংসদ নির্বাচনের তফসিল
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
সচিব বলেন, প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, “ইইউ আমাদের কাছে পর্যবেক্ষক (অবজারভার) সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের বলেছি, আমাদের ১১৯টি স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ রয়েছে। এ ছাড়া বাইরের দেশ থেকে যে পর্যবেক্ষকেরা আসতে চাইবেন, তাদের স্বাগত জানানো হবে। তাদের জন্য একটি নীতিমালা রয়েছে। সে অনুযায়ী তারা সবকিছু করতে পারবেন। তাদের আইডি কার্ড দেয়া হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ প্রতিনিধি ‘ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া এবং ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন।
এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলে সঙ্গে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক করে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে ইইউভূক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত অংশ নেয়।
সূত্র : বাসস
- বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে
- আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩
- পুতিনকে ফোন, নাভালনির মুক্তি দাবি বাইডেনের
- দেশে প্রথম টিকা নিলেন যারা
- বকশীগঞ্জে প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ!
- বকশীগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
- সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রেরণ
- প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ২৭ জানুয়ারি
- ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ
- ইসলামপুরে বন্যা পূর্বাভাস অনুধাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- তিতপল্লায় চলন্ত ট্রাকচাপায় বৃদ্ধ ঘটক নিহত
- ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি’র প্রতি আহ্বান সেতুমন্ত্রীর
- রাষ্ট্রপতির ভাষণ সরকারের গত এক যুগে সূচিত উন্নয়ন অগ্রগতির বাস্তব চিত্র : তথ্য প্রতিমন্ত্রী
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন
- মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, হাঁস ও ভেড়া বিতরণ কাজ উদ্বোধন