ইসলামপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
সাহিদুর রহমান, ইসলামপুর॥
‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ৪ অক্টোবর শুরু হয়েছে। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষে ৪ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জামান আবু নাছের চার্লেস চৌধুরী প্রমুখ।
উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ইউনিয়ন পরিষদসহ ৫২টি স্টল স্থান পেয়েছে।