ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করবে না : তথ্যমন্ত্রী
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য। এ আইন সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করবেনা।
তিনি ৩ অক্টোবর বিকেলে রাজধানীর গণগ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক বাংলার ডাক পত্রিকার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ইনু বলেন, দেশে গণতন্ত্র, শান্তি ও সুশাসন বজায় রাখা আর জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমনের জন্যই আধুনিক ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ আইন অপরাধদমনের জন্য, গণমাধ্যমকে সংকুচিত করার জন্য নয়।
এসময় বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা-বিএনপি চক্র বারবার গণতন্ত্র আর সুশাসনের বিরুদ্ধে জঙ্গি-নাশকতার পথ বেছে নিয়েছে, এখনো তারা সেই পথেই মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আর একারণেই রাজনীতি থেকে এদের দূরেই রাখতে হবে। যারা গণতন্ত্র ও সংবিধান মানেনা, মানুষের ওপর আগুনযুদ্ধ চাপায়, রাজনীতিতে তাদের ঠাঁই নেই।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দেশকে যদি শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হয়, তবে জঙ্গি-রাজাকারের সরকার আসতে দেয়া যাবেনা।
বাংলার ডাকের প্রকাশক ও সম্পাদক মো. মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম এ ফারুক প্রিন্স ও জহির উদ্দিন মাহমুদ লিপটন, জাতীয় যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন, ব্যবসায়ী হাসানুজ্জামান মাসুদ এ সময় বক্তব্য রাখেন।
এদিকে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে সংবাদ আদান প্রদান ও টেলিভিশন অনুষ্ঠান বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে নীতিগতভাবে ঐকমত্য হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
৩ অক্টোবর সচিবালয়ে উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত পাক সং ইয়োপ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে এবিষয়ে একমত হন তারা।
বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও টেলিভিশনের চুক্তির বিষয়ে তথ্যমন্ত্রীর দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়া সবসময় বাংলাদেশকে তার প্রকৃত বন্ধু মনে করে এবং দু’দেশের ঘনিষ্ঠতর যোগাযোগ দু’দেশের উন্নয়নকে এগিয়ে নিতে একান্ত সহায়ক হবে।
সূত্র : বাসস
সর্বশেষ
- ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন ২৭ ফেব্রুয়ারি
- স্থগিত হলো দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন
- মাদারগঞ্জে ভূমিহীনদের সমাবেশ
- জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড
- জমে উঠেছে দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন
- ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাতের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : তথ্যমন্ত্রী
- ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস
- টিকা নিয়েছেন রওশন এরশাদ
- দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা
- দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে : মেরিন গ্রাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রী
- সরিষাবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪২ লাখ টাকা নিয়ে লাপাত্তা অফিস পিয়ন
- বকশীগঞ্জে করোনাকালীন দুর্যোগে জিআর কার্যক্রম নিয়ে গণশুনানী অনুষ্ঠিত