বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেসরকারি খাতে এখন অনেক মেডিকেল কলেজ গড়ে উঠছে। সেখানে প্রকৃত ডাক্তার গড়ে উঠছে কিনা সেটা আমাদের দেখা দরকার। সেগুলোতে পড়াশোনা কেমন হচ্ছে তা আমাদের দেখতে হবে। একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পারবে তা নজরদারিতে রাখতে।
১৩ সেপ্টেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের চিকিৎসা সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেন আন্তর্জাতিক মানের হয় সেভাবে কাজ করে যেতে হবে।
গবেষণার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের যাতে রোগ না হয় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন চিকিৎসকরা। আমরা সবধরনের সহযোগিতা করব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করতে তার সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য হাসপাতালের কেবিন ব্লকের উত্তর পাশে ৩ দশমিক ৮৩ একর, বেতার ভবনের ২ দশমিক ৭৬ একর এবং হোটেল শেরাটনের সামনে ২ দশমিক ১৩ একর জমির স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের প্রতি অনুরোধ করব জনগণের চিকিৎসাসেবা প্রদানে নিজেদের উৎসর্গ করবেন। ফলে এই বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সূত্র : বাসস
সর্বশেষ
- দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : ওবায়দুল কাদের
- টিকা নিলেন শেখ রেহানা
- বিএনপির প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন
- জামালপুরে গ্রাম আদালতে সাড়ে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ আদায়
- আল্লাহ যেমন গজব দেন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন : মতিয়া চৌধুরী
- থিয়েটার অঙ্গনের নাটক ‘একটি তুলশীগাছের কাহিনী’ এর সফল মঞ্চায়ন
- সরিষাবাড়ীতে চোলাই মদসহ আটক ১
- মেলান্দহের ইত্তেফাকের সংবাদদাতাসহ মুক্তিযোদ্ধাকে শান্তি পুরস্কার প্রদান
- ইসলামপুরে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় কৃষকলীগ
- নিখোঁজ সরিষাবাড়ীর স্কুলছাত্রীকে পাওয়া গেল নরসিংদীতে
- দেশকে ২০৪১ সালের আগে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ : প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের
- দেশে করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু
- বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন : মতিয়া
- জামালপুরে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সভা