যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
যথাযোগ্য মর্যাদায় ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে বিভিন্নস্তরের মানুষের কবির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যদিয়ে কবির সমাধি ফুলে ফুলে ছেয়ে যায়।
সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। ঢাবি উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদসহ বিশ্ববিদালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পর পর শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর ঢাবি’র বিভিন্ন সংগঠন ও হলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্টরা পুস্পার্ঘ অর্পণ করেন।
সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবি স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাবি উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদ উপাচার্য এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংগীত বিভাকের শিক্ষক টুম্পা সমদ্দার,অধ্যাপক ড. মোহসিনা আখতার খানম(লীনা তাপসী), অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক আখতার কামাল।
আলোচনায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কবির সমাধির পরিস্কার পরিচ্ছনতা আরও বাড়ানো দরকার। তিনি সমাধি প্রাঙ্গণে আরও ফুলগাছ ও অন্যান্য গাছ রোপণের আহবান জানিয়ে বলেন, কবির বিভিন্ন কবিতায় অনেক গাছের ও ফুলের নাম রয়েছে। সেই সব ফুল ও গাছ লাগানোর জন্য তিনি অনুরোধ জানান।
তিনি বলেন, কবির সমাধিকে যেন স্মৃতি সৌধ করে ফেলা না হয়। এটা সমাধিই থাকবে। সমাধির পরিবেশ আরো আকর্ষনীয় করার জন্য তিনি ষড়ঋতুতে যে সব ফুল ফোটে, সে সব গাছ রোপন করার আহবান জানান।
ঢাবির উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ সভাপতির বক্তব্যে বলেন, আগামী বছর নজরুল জন্মজয়ন্তীতে কবির সমাধিতে অনুষ্ঠান বড়সড় করে আয়োজন করা হবে। তিনি বলেন, নজরুল সারাবিশ্বের নির্ডাতিত মানুষের কবি। মানবতা,অসাম্প্রদায়িক চেতনার কবি। বিশ্বে এখন এই কবি মানবতার ও সৃষ্টিশীলতার কবি হিসেবে প্রতিষ্ঠিত।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল , শিল্পী ইয়াকুব আলী খান, শিল্পী লীনা তাপসী ও ঢাবির সংগীত দলের শিল্পীরা। কাজী নজরুলে কবিতা আবৃত্তি করা হয়।
সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য আইনজীবী সাহারা খাতুন, সংসদ সদস্য দিপু মণি প্রমুখ।
এ ছাড়াও কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়, কবির পরিবারের সদস্যরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাবির উপ- উপাচার্য , ঢাবি শিক্ষক সমিতি, বাসদ (মার্কসবাদী), বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, গণ গ্রন্থাগার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রোকেয়া হল, মহিলা আওয়ামী লীগ, বিএনপি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ঢাবি একাত্তর হল, নজরুল ইন্সিটিটিউট, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, জাতীয় গ্রন্থ কেন্দ্র , ঢাকা মহানগর আওয়ামী লীগ, কপি রাইট অধিদফতর, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, শহীদ সার্জেন্ট জহিরুল হক হল, ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
কবির স্বরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এতে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। পরে বিভিন্ন শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন।
দিবসটি উপলক্ষে বিটিভিসহ বেসরকারী টিভি থেকে কবির ওপর নানা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
সূত্র : বাসস
সর্বশেষ
- ইসলামপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩
- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর উক্তি ও ছবি সম্বলিত ই-পোস্টার প্রকাশ
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিল : তথ্যমন্ত্রী
- আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ
- কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ মহিলা নেতার অন্যতম শেখ হাসিনা
- ১০ হাজার টাকার অনুদানের আশায় জামালপুরের স্কুল-কলেজে শিক্ষার্থীদের ব্যাপক ভিড়
- দেশে করোনায় আরো মৃত্যু ১০ জনের, শনাক্ত ৫৪০
- সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সেরা ২০ এর ১২ জনই জামালপুর রওজাতুল মাদরাসার
- মিয়ানমারে রাস্তায় রাস্তায় ঝুলছে নারীদের লুঙ্গি-অন্তর্বাস
- ‘শেরপুরে আলোক ফাঁদ-এ আশাবাদী লাখো কৃষক’
- সরিষাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী ইউপি সদস্যের বাড়ি ভস্মীভূত
- উন্নয়নশীল দেশে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে পুলিশ : আইজিপি
- শতাধিক পথশিশুকে মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার
- ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
- দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক