শফিউল আলম লাভলু, নকলা ॥
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় ঈদুল আজহার নামাজের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় ২১ আগস্ট সকাল সাড়ে আটটায় পৌরসভাধীর চরকৈয়া এলাকায় ও নারায়নখোলা গ্রামে ঈদুল আজহার নামাজের আগাম জামাত অনুষ্ঠিত হয়। চরকৈয়া জামাতে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন সারোয়ার জাহান। এ জামাতে মহিলারাও অংশ নেন।
চরকৈয়া ঈদগাহ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল হক তারা বলেন, আমরা সৌদি আরবের সাথে দিনের মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমগুলো পালন করে আসছি।