দেওয়ানগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর, সানন্দবাড়ী, ঝালোরচর, তারাটিয়া, কাঠারবিল, দেওয়ানগঞ্জ পৌরহাটসহ কোরবানির পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে। ভাল দামে নিজের কষ্টে পালিত গরু বিক্রি করতে হাটে ভিড় করছেন বিক্রেতারা, তেমনি পছন্দের গরু কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের।
কোরবানি পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবারের কোরবানি ঈদে গতবারের চেয়ে দাম বেশি। কারণ হিসেবে বিক্রেতারা গোখাদ্যের দাম বেড়ে যাওয়াকেই দায়ী করছেন। বন্যা পরবর্তীতে এক কেজি খড় ৫০ টাকায় বিক্রি হয়েছে।
দেওয়ানগঞ্জের সবচেয়ে বড় গরুর হাট সানন্দবাড়ী ও দেওয়ানগঞ্জ পৌর গোহাট ১৯ আগস্ট সরেজমিনে ঘুরে দেখা যায়, হাটে দেশি গরুই বেশি। ক্রেতারাও দেশি গরু কিনতে আগ্রহী হচ্ছেন। খামারের পালিত গরুর চেয়ে নদী তীরবর্তী চরাঞ্চলের কৃষকের পালিত গরু বেশি দামে বিক্রি হচ্ছে।

মদনেরচরের ময়দান আলী বলেন, গত দুই বছর গরু ব্যবসায় লোকসান হওয়ায় এ বছর গরু পালন করা হয়েছে কম। এ কারণে গরুর দাম বেশি।
দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজির আহমেদ ও চেয়ারম্যান সেলিম খান জানান, গত বছর কোরবানির যে পশুর দাম ছিল ৪০-৫০ হাজার টাকা, এ বছর সে পশুর দাম ৭০-৯০ হাজার টাকা।
বালুগ্রামের ইস্রাফিল ১৬০ কেজি ওজনের একটি দেশি গরু কিনেছেন ৯০ হাজার টাকায়। তিনি জানান, এই একই ওজনের গরু গত বছরে কিনেছিলেন ৭০ হাজার টাকায়। এবার ছাগলের দামও বেশি।
সর্বশেষ
- নিউ ইয়র্কে কোভিড-১৯ টিকা নেওয়ার অভিজ্ঞতা (দ্বিতীয় খণ্ড)
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীককে সম্মাননা
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান
- করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
- পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ
- উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
- নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট
- লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা-পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের
- এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে