ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন সরিষাবাড়ীতে ১৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি সংস্কার চায় না, জল ঘোলা করতেই এমন অভিযোগ : আমীর খসরু প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ অপপ্রচারের প্রতিবাদে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: মাহফুজ আলম পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব ইস্তাম্বুলের উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে তিন বছরের নিহাদ ও চার বছরের শিশু রিফাত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ১৫ আগস্ট সকালে তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহাদ স্থানীয় দরিদ্র কৃষক মিরাজ উদ্দিনের ছেলে এবং রিফাত দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের ছেলে।

শিশু দুটির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামের দুই প্রতিবেশীর শিশুপুত্র নিহাদ ও রিফাত ১৫ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হয়। তাদের স্বজনরা বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন স্থানে খুঁজে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছিলেন। বেলা ১২টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে স্বজনরা পুকুর থেকে তাদের লাশ তুলে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সবার অগোচরে শিশু দুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ, স্থানীয় লোকজন ও মৃত শিশুর স্বজনরা ধারণা করছেন। মৃত শিশুদের দেখতে বিপুল সংখ্যক লোক তাদের বাড়িতে ভিড় করেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বাংলার চিঠি ডটকমকে বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশু মারা যাওয়ার কথা শুনে এসআই আব্দুল আলিমকে ঘটনাস্থলে পাঠাই। পানিতে পড়েই মারা গেছে বলে শিশু দুটির পরিবার জানিয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশু দুটির লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে তিন বছরের নিহাদ ও চার বছরের শিশু রিফাত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ১৫ আগস্ট সকালে তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহাদ স্থানীয় দরিদ্র কৃষক মিরাজ উদ্দিনের ছেলে এবং রিফাত দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের ছেলে।

শিশু দুটির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামের দুই প্রতিবেশীর শিশুপুত্র নিহাদ ও রিফাত ১৫ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হয়। তাদের স্বজনরা বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন স্থানে খুঁজে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছিলেন। বেলা ১২টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে স্বজনরা পুকুর থেকে তাদের লাশ তুলে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সবার অগোচরে শিশু দুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ, স্থানীয় লোকজন ও মৃত শিশুর স্বজনরা ধারণা করছেন। মৃত শিশুদের দেখতে বিপুল সংখ্যক লোক তাদের বাড়িতে ভিড় করেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বাংলার চিঠি ডটকমকে বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশু মারা যাওয়ার কথা শুনে এসআই আব্দুল আলিমকে ঘটনাস্থলে পাঠাই। পানিতে পড়েই মারা গেছে বলে শিশু দুটির পরিবার জানিয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশু দুটির লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে।