জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে আদালত। একইসঙ্গে ওইদিন এ মামলায় যুক্তি উপস্থাপনের নতুন তারিখ ধার্য করা হয়েছে।
৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।
এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
অপরদিকে খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ সেপ্টেম্বর ধার্য করে ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আদেশ দেন।
খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এসব তথ্য জানান। এদিন দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকী আছে।
এদিকে একই বিচারক গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডাদেশ দেন। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম
সর্বশেষ
- ৭ মার্চের ভাষণ ছিল প্রকৃত অর্থেই স্বাধীনতার ঘোষণা : প্রধানমন্ত্রী
- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
- তক্ষকসহ গ্রেপ্তার ২
- উন্নয়নশীল দেশে উত্তরণে ইসলামপুরে পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন
- জামালপুরে ৭ মার্চ উপলক্ষে জেলা পুলিশের আনন্দ উদযাপন
- ৭ মার্চ উপলক্ষে সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা
- জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা
- বাংলারচিঠি সম্পাদকের হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করলো জামালপুর পুলিশ
- দেওয়ানগঞ্জ থানায় ৭ মার্চ পালিত
- মেলান্দহে ৭ মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন
- ৭ মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- দেশে করোনায় আরো ১১ জনের মৃত্যু, সুস্থ ১০৩৭
- জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইসলামপুরে ৭ মার্চ উদযাপন
- ইসলামপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩