ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ১ আগস্ট রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোয়াজ্জেম হোসেন ১ আগস্ট সোয়া ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অনার্স ও ১৯৬৮ সালে এমএ (অর্থনীতি) ডিগ্রি লাভ করেন। পড়াশুনা শেষ করে তিনি পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকে প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ইসলামাবাদে পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয়ে বিনিয়োগ ও ক্যাপিটাল বিষয়ে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেন।
তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি নিউ নেশন পত্রিকায় বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দেন। এরপর তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) তে অর্থনৈতিক সম্পাদক এবং ঢাকা কুরিয়ারে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেইলি স্টারে অর্থনৈতিক সম্পাদক হিসেবে যোগ দেন।
তিনি ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত পিআইবি’র এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ছিলেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংকের দুই মেয়াদের জন্য বোর্ড মেম্বার ছিলেন। তিনি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর পরিচালক এবং বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও সাউথইস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ (বিআইডিএস)-এর সিনিয়র ফেলো।
অর্থনৈতিক সাংবাদিকতার জন্য ইআরএফ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করে। সাংবাদিকতায় গৌরবোজ্জল ভূমিকার জন্য মার্কেন্টাইল ব্যাংক এবং নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী তাকে সম্মনসূচক অ্যাওয়ার্ড প্রদান করে।সূত্র: বাসস
সর্বশেষ
- বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত
- নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- গবেষণা ও বিজ্ঞানের বিবর্তন দেশের উন্নয়নে অপরিহার্য : প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
- বকশীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ও সনদ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
- বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
- ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
- দোয়া ও কোরআনের বরকতে মহামারি থেকে রক্ষা করেছেন আল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী
- সংগীতশিল্পী জানে আলম আর নেই
- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী
- বাংলাদেশ এবছর কোভ্যাক্স থেকে ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছে
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, সুস্থ ৯৩৬
- বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: প্রধানমন্ত্রী
- বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত