দেওয়ানগঞ্জে ধর্ষণের শিকার এক শিশু মুমূর্ষু অবস্থায় জামালপুর হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনেদুপুরে হতদরিদ্র পরিবারের ১২ বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। ১ আগস্ট দুপুরে উপজেলার চরভবসুর ঠোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ১ আগস্ট সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরভবসুর এলাকার বখাটে শফিকুল ইসলাম (৩৫) ১ আগস্ট দুপুর দু’টার দিকে প্রতিবেশী এক ভিক্ষুক পরিবারের মেয়েশিশুকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা মেয়েটির চিৎকারে এগিয়ে গেলে ধর্ষক শফিকুল দৌঁড়ে পালিয়ে যায়। শফিকুল ওই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
ওই শিশুটির মা ও প্রতিবেশীরা শিশুটিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে স্থানান্তর করে সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজনীন জামান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘শিশুটির যৌনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ সব ধরনের চিকিৎসা দেওয়া হবে।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘চরভবসুর গ্রামে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে শুনেছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত করছি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা এবং ধর্ষককে অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। তিনি জানান, উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের পক্ষ থেকে ভিকটিমকে আইনগত ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে।
সর্বশেষ
- নিউ ইয়র্কে কোভিড-১৯ টিকা নেওয়ার অভিজ্ঞতা (দ্বিতীয় খণ্ড)
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীককে সম্মাননা
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান
- করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
- পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ
- উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
- নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট
- লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা-পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের
- এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে