সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ৪

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাটি কাটার গাড়ি উল্টে শাহজাহান আলী সাজু (৪৮) নামে এক শ্রমিক নিহত এবং বাচ্চু মিয়া, বেলাল, আলাল ও ফরহাদ নামে চারজন শ্রমিক আহত হন। ২৩ জুলাই সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের কাসারুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান আলী সাজুর মৃত্যু হয়। তিনি জোলারখুপি গ্রামের মৃত হবিবর রহমান গুইদ্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জুলাই সন্ধ্যায় কাসারুপাড়া এলাকায় মাটি কাটার একটি ভেপুগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন শ্রমিক আহত হন। গুরুতর আহত শাহজাহানকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।

ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন বাদল ২৪ জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

sarkar furniture Ad
Green House Ad