সানন্দবাড়ীতে গাঁজাসহ একজন গ্রেপ্তার

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পশ্চিম লঙ্কারচর গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ মাসুদ মিস্টার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ২০ জুলাই বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই শামীম আল মামুন, এএসআই সোহেল ও এএসআই হারুন একদল পুলিশ নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পশ্চিম লঙ্কারচর গ্রামে অভিযান চালায়। পুলিশ এ সময় ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে মাসুদ মিস্টারকে তার নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। কিন্তু তার বাবা আব্দুর রশিদ পালিয়ে যায়। গ্রেপ্তার মাসুদকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।