বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আগামী দুই বছর বিদেশে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে পারবেন না মোস্তাফিজুর রহমান। ২০ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন।
পাপন গণমাধ্যমকে বলেন, আমি ওকে বলে দিয়েছি আগামী দুই বছর কোনো বিদেশি লিগ নয়। ও বিদেশে খেলতে গিয়ে চোটে পড়বে আর দেশের হয়ে খেলতে পারবেনা। এটা মেনে নেওয়া সম্ভব না।
এবার আইপিএল খেলে চোটে পড়ার কারণে মিস করেছেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট। এ নিয়ে কম কটু কথা হয়নি ক্রিকেট পাড়ায়। যার কারণে হয়তো শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।
মোস্তাফিজ ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়েছেন। সেখানে তিন ওয়ানডে খেলবেন। এরপরেই আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আশা করা হচ্ছে টি-টোয়েন্টির স্কোয়াডেও সুযোগ দেওয়া হবে তাকে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম