এইচএসসির সাফল্যে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের আনন্দ শোভাযাত্রা

আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কাঙ্খিত সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে কলেজটির উদ্যোগে ২০ জুলাই বিকেলে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়।

শোভাযাত্রাটি কলেজের মাঠ থেকে শুরু করে নঈম মিয়ার বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আলহাজ প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, গভর্নিং বডির সদস্য মনোয়ারা বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরাসহ সদ্য পাস করা শিক্ষার্থীরা অংশ নেন।

এ ছাড়াও উপজেলার ৪০টি মসজিদে উত্তীর্ণ শিক্ষার্থীদের ও কলেজের জন্য মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, আলীরপাড়া গ্রামের কৃতি সন্তান আমিন মোহাম্মদ গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আলহাজ প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামানের নিজ উদ্যোগ ও অর্থায়নে ২০১৬ সালে প্রতিষ্ঠার পর এ বছরই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয় কলেজের ১৫৮ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৫৭ জন পাস করে। কলেজের পাসের হার ৯৯.৩৭ শতাংশ।

প্রথম বছরেই তাক লাগানো ফলাফলের কারণে আনন্দ বিরাজ করছে শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *