এইচএসসিতে পাস ৬৬.৬৪ শতাংশ
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ১০ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। মোট পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ শিক্ষার্থী। যা গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন বেশি। এবার শিক্ষার্থী বাড়লেও গতবছরের তুলনায় পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।
কারিগরি শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৭৫.৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৮ হাজার। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৮৯ জন। জিপিও পাঁচ পেয়েছে দুই হাজার ৪৫৬ জন।
মাদরাসা শিক্ষাবোর্ডে ৯৭ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮.৬৭ শতাংশ। মোট জিপিও পাঁচ পেয়েছে ১ হাজার ২৪৪জন।
মোট ১০টি বোর্ডে গড়ে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। এবার ছাত্রীদের পাসের হার ৬৯.৭২ শতাংশ। ছাত্রদের পাসের হার ৬৩.৮৮ শতাংশ।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হয়। গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এরপর দুপুর একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেন।
দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারছে। এ ছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাচ্ছে।
এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন।
মাদরাসা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২৭ জন। কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৭৫৪ পরীক্ষার্থী ছিল।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম।
সর্বশেষ
- প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলবে
- উন্নয়নশীল দেশে উত্তরণ ১২ বছরের নিরন্তর পরিশ্রমের ফসল : প্রধানমন্ত্রী
- নূরুল ইসলাম খোকা আর নেই
- বকশীগঞ্জে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা
- বকশীগঞ্জে স্বপরিবারে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান
- জামালপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
- উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ জিয়াউর রহমানই উন্মুক্ত করেছিলেন : ওবায়দুল কাদের
- শেখ হাসিনার কারণে দেশের মানুষ সম্পদে পরিণত হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
- সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই
- রোবটকে বাংলা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী
- জামালপুর জেলা প্রেসক্লাবে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা
- ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু