ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র ২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা

বয়লার বিস্ফোরণের ঘটনায় রাইসমিল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

মেলান্দহে কেয়া অটো রাইস মিলের বিস্ফোরিত বয়লার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামের কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মিলটির মালিক ও ব্যবস্থাপকসহ কয়েকজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত বয়লার মিস্ত্রি শেরপুর সদরের আসাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই ঘটনার দিন বিকেলে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, ১৫ জুলাই সকাল সোয়া ১০টার দিকে কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে বয়লার মিস্ত্রি আব্দুল করিম ও তার সহকারী মো. মিন্টু নিহত হন। নিহত আব্দুল করিমের বাড়ি শেরপুর সদর উপজেলার আসাড়া গ্রামে। নিহত শ্রমিক মো. মিন্টু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নওশের আলীর ছেলে। দু’জনের লাশ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই বিকেলে মিল মালিক আবুল কালাম আজাদ ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে রাইসমিল পরিচালনায় অবহেলার কারণে দুর্ঘটনার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই মিল মালিক ও ব্যবস্থাপকসহ মিলের অন্যান্য কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘বয়লার বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে

বয়লার বিস্ফোরণের ঘটনায় রাইসমিল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামের কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মিলটির মালিক ও ব্যবস্থাপকসহ কয়েকজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত বয়লার মিস্ত্রি শেরপুর সদরের আসাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই ঘটনার দিন বিকেলে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, ১৫ জুলাই সকাল সোয়া ১০টার দিকে কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে বয়লার মিস্ত্রি আব্দুল করিম ও তার সহকারী মো. মিন্টু নিহত হন। নিহত আব্দুল করিমের বাড়ি শেরপুর সদর উপজেলার আসাড়া গ্রামে। নিহত শ্রমিক মো. মিন্টু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নওশের আলীর ছেলে। দু’জনের লাশ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই বিকেলে মিল মালিক আবুল কালাম আজাদ ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে রাইসমিল পরিচালনায় অবহেলার কারণে দুর্ঘটনার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই মিল মালিক ও ব্যবস্থাপকসহ মিলের অন্যান্য কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘বয়লার বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’