বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ জুলাই সকালে বালিয়াকান্দির তালপট্টি গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, তালপট্টি গ্রামের নানা নুরুল আমিন মিয়ার বাড়িতে মায়ে সঙ্গে বেড়াতে আসে রাফি। সকালে কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে নামে সে। তাকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে থাকে মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের উপ সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিদ্যুৎ কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম।