
শফিউল আলম লাভলু, নকলা ॥
“জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জুলাই সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার নকলা ডিবেটিং সোসাইটি’র নয়া কমিটি ঘোষণা করেন।
ওই কমিটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর আজাদ সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের মেয়াদকাল পর্যন্ত এই ১৫ সদস্য বিশিষ্ট ডিবেটিং সোসাইটি’র নয়া কমিটি’র দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কমিটির অন্যান্য সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।