জামালপুর জাতীয় মহিলা সংস্থায় কম্পিউটার ক্লাস শুরু

কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ১ জুলাই সকালে জুলাই-ডিসেম্বর সেসনের কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের নবীন নারী শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ কোর্সের শুভ উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা ফারুকী।

জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। এ সময় এই কেন্দ্রের প্রশিক্ষক মলিনা খাতুন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথি এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ায় হয়।

ছয়মাস মেয়াদি এই কোর্সে অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফওয়্যার এবং ইন্টারনেট ব্রাউজিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রভাতী ও দিবা শাখায় ৫০ নারী এ কোর্সে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *