জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী নদী শাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মকসূচি পালন করেছে ভাঙ্গণ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ২৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের হুদার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চলতি বর্ষা মওসুমে যমুনা নদীর ভাঙ্গনে উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানাসহ শত শত বসতবাড়ি ও ফসলি জমি।
চিকাজানি ইউপি সদস্য আবু হানিফ বলেন, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয়নি। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও পর্যন্ত কোন স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি।
চর ডাকাতিয়াপাড়া গ্রামের আবুল কাসেম জানান, কয়েক বছর ধরে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী থেকে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে ইউনিয়নের মানচিত্র হারিয়ে যাচ্ছে। হাজারীপাড়া গ্রামের সালমান বলেন, আমরা সরকারের কাছে সাহায্য চাই না। চিকাজানি ইউনিয়ন রক্ষার্থে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ইউনিয়নের নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় জনগণ অংশ নেন।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান এ প্রতিবেদককে বলেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।