নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

উদ্বোধনী খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাথে করমর্দন ও পরিচিত হন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় শুরু হয়েছে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বালক বিভাগে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

২৯ জুন শনিবার বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলার উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এ কে এম মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ছামিউল হক মুক্তা।

এসময় বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, টালকি ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম মিয়া, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল।

খেলার প্রথম দিনের প্রথম রাউন্ডে ‘ক’ গ্রুপে ২৯ জুন শনিবার খেলেছে বানেশ্বর্দী ইউনিয়ন ও টালকী ইউনিয়ন। দ্বিতীয় দিনের ‘খ’ গ্রুপের উরফা ইউনিয়ন ও চরঅষ্টধর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে ৩০ জুন রবিবার। দ্বিতীয় রাউন্ডে আগামী ১ জুলাই সোমবার ‘গ’ গ্রুপে পাঠাকাটা ইউনিয়নের সাথে খেলবে বিজয়ী ‘ক’ গ্রুপ ও ‘ঘ’ গ্রুপে ২ জুলাই মঙ্গলবার চন্দ্রকোনা ইউনিয়নের সাথে খেলবে বিজয়ী ‘খ’ গ্রুপ। ৩ জুলাই বুধবার ‘ঙ’ গ্রুপে নকলা পৌরসভার সাথে খেলবে নকলা ইউনিয়ন। ৫ জুলাই শুক্রবার ‘চ’ গ্রুপে গনপদ্দী ইউনিয়নের সাথে খেলবে গৌড়দ্বার ইউনিয়ন। ৬ জুলাই ‘ছ’ গ্রুপ ও ৭ জুলাই ‘জ’ গ্রুপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ জুলাই বুধবার। বিকাল ৩টায় খেলা শুরু হবে।