পা দিয়ে লিখে পরীক্ষায় উত্তীর্ণ সিয়াম পেল বন্ধুজনের শিক্ষাবৃত্তি

অদম্য সিয়ামের শিক্ষাবৃত্তির টাকা গ্রহণ করেন তার মা।ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অদম্য সিয়ামকে খবরের কাগজের পাঠক ফোরাম বন্ধুজনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে তাকে শিক্ষাবৃত্তির এককালিন ৫ হাজার টাকা দেওয়া হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ রউফ, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, মাই টিভি ও ইত্তেফাকের প্রতিনিধি জুলফিকুর রহমান, নয়াদিগন্তের সাংবাদিক ইব্রাহীম হোসেন লেবু, ভোরের কাগজ ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান মিজান, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক বাদশা ভূইয়া, কালবেলার সাংবাদিক ইসমাইল হোসেনসহ আরো অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন খবরের কাগজের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আসমাউল আসিফ।

পরে অনুষ্ঠানের সভাপতি সোলায়মান হোসেন হরেক অন্যান্য অতিথিদের নিয়ে অদম্য সিয়ামের মা জোসনা বেগমের হাতে শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকা তুলে দেন।

সিয়াম উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। সে এবার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে সরিষাবাড়ী অনার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়।