দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

চোরাচালান প্রতিরোধ কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভায় অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।

সভায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিপুল মিয়া, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, বাঘাচর বিজিবি ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এর আগে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।