নান্দিনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সদর উপজেলার অন্তর্ভুক্ত ৯ নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ।

২৩ জুন রবিবার সকাল ১০টায় নান্দিনা পূর্ববাজারস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় নেতৃবৃন্দ।

৯ নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান। অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধাণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান বেলাল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হযরত আলী রিপন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও সদস্য দেলোয়ার হোসেন সাবু প্রমুখ।

এসময় ৯ নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।