সাংবাদিক নাদিম হত্যার এক বছর : প্রেসক্লাব জামালপুরে স্মরণ সভা

বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মহাফিল করেছে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। ১৫ জুন শনিবার দুপুরে পৌর শহরের শহীদ হারুন সড়ক প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন। প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সহ-সভাপতি এম সুলতান আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন ও যমুনা টিভির সাগর ফরাজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে এবং বিচারকার্য চলছে মন্থর গতিতে। আসামিরা একের পর এক জামিনে বেড়িয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জেলখানায় থাকলেও দ্বিতীয় আসামি রিফাত যে ইট দিয়ে মাথায় আঘাত করে সাংবাদিক নাদিমের মৃত্যু নিশ্চিত করেছিল সে এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি মাহমুদুল আলম বাবুর ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

স্মরণ সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।