দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক কারবারি আব্দুস সালাম। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৯০ বোতল ভারতীয় মদসহ আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর সদস্যরা। ১৪ জুন শুক্রবার মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কালীতলা ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সালাম গাইবান্দা সদর উপজেলার খামার কামারজানি গ্রামের মৃত রবিচাঁনের ছেলে।

ডিবি-২ সূত্রে জানা গেছে, ১৪ জুন শুক্রবার রাতে গাইবান্ধা থেকে একটি নৌকা দেওয়ানগঞ্জ উপজেলার কালীতলা যমুনা ঘাটে এলে কতিপয় ব্যক্তি বস্তায় করে ভারতীয় মদ নিয়ে নৌকা থেকে নামার সময় আব্দুস সালামকে মদসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে বলেন, ১৪ জুন রাতে উপজেলার কালীতলা যমুনা ঘাট থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে। ওই সময় মাদক কারবারি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ১৫ জুন শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।