ভূমিসেবা সপ্তাহ : ইসলামপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই আলোকে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিস ১৩ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী মন্ডল মিলনায়তনে এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা প্রমুখ।

সভায় বক্তারা স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ, সরকারের পাশাপাশি জনসাধারণের সহযোগিতাসহ স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।