দেওয়ানগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এর সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সহকারী (ভূমি) আশরাফ আলী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, প্যানেল মেয়র আব্দুল মান্নান মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইয়াহিয়া সিদ্দিকী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, মেডিকেল আবাসিক কর্মকর্তা ডা. বিপুল মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোবিল খাঁন ও সাংবাদিক খাদেমুল ইসলাম।

এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন ও বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। গরুর চামড়া সঠিক নিয়মে বিক্রয় এবং সংরক্ষণের জন্য বিভিন্ন মসজিদ/মাদরাসার পরিচালনাকারী ও স্থানীয়দের মাঝে নিদের্শনা প্রদান করেন।