সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক আরামনগর শাখা স্থানান্তরিত হলো জিকে প্লাজায়

ফিতা কেটে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন খাঁ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরামনগর শাখা রূপালী ব্যাংক পিএলসি আরামনগর বড় বাজারের জিকে প্লাজা ভবনে স্থানান্তর করা হয়েছে। ৯ জুন রবিবার দুপুরে স্থানান্তরিত ভবনে ব্যাংকটির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতো দিন ব্যাংকটি ছিল আরামনগর বাজার কমান্ডার সুপার মার্কেটে।

রূপালী ব্যাংক কর্তৃপক্ষ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের জামালপুর জোনাল কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মো. মনির উদ্দিন ভুঁইয়া।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ফিতা কেটে ব্যাংকটির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন খাঁ।

এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, সালমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজিদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আঃ হালিম, গ্রাহক মোজাম্মেল হক মুকুল,যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক মাজাহারুল ইসলাম প্রমুখ।

এ সময় সমাজের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, সেবা গ্রহণকারী গ্রাহক, রাজনৈতিক-অরাজনৈতিক নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আরামনগর বাজার রূপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. তারেক হাসান।