সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

ঘটনাস্থল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাহেন্দ্র ট্রাক্টরের চাপায় শান্ত মিয়া (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ৮ জুন শনিবার সকালে পৌরসভার চরবাঙ্গালী এলাকায় বাউসী বাজার ধনবাড়ী-সরিষাবাড়ী প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত মিয়া ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার রহুল আমিন বলেন, বাউসী চরবাঙ্গালী এলাকায় ধনবাড়ী সড়কে ৮ জুন শনিবার সকালে পিছন থেকে মাহেন্দ্র ট্রাক্টর সামনে থাকা আরেকটি মাহেন্দ্র টাক্টরকে ধাক্কা দেয়। এসময় হেলপার শান্ত মিয়া গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে পিছনের টাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় হেলপার শান্ত মিয়া। ঘাতক ট্রাক্টরের চালক রুবেল মিয়া ঘটনার পর পরই গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শিদ আলম সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।