নকলায় ভূমিসেবা সপ্তাহ শুরু

বক্তব্য রাখেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ৮ জুন শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সপ্তাহব্যাপী এই সেবা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ মো. আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক, গণপদ্দি ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা নূরল হক প্রমুখ। সভা সঞ্চালনা করেন উরফা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. হযরত আলী।

পরে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।