জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মাদারগঞ্জে গাছের চারা বিতরণ

চারা বিতরণ করেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. কামরুজ্জামানের উদ্যোগের মাদারগঞ্জ উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপণের জন্য ৭০০ চারা বিতরণ করা হয়েছে।

৬ জুন বৃহস্পতিবার সকালে এই চারা বিতরণ করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, এসআই মোহাম্মদ আলী জিন্নাহসহ প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

ওসি তদন্ত ফিরোজ উদ্দিন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষে আমাদের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বৃক্ষ রোপণের এক কর্মসূচি হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে মাদারগঞ্জ থানার আওতায় সরকারি-বেসরকারি কলেজ, সরকারি-বেসরকারি উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ ৩৫টি প্রতিষ্ঠানে এই চারা বিরতণ করা হয়।