নিলাখিয়া ইউপির উপনির্বাচন : প্রাক নির্বাচনী সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ৩১ মে শুক্রবার রাতে প্রাক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিলাখিয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু ৯ নম্বর ওয়ার্ডের জানকিপুর নতুন বাঁশকান্দা গ্রামে স্থানীয় এলাকাবাসী ও ভোটারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন।

ওই মতবিনিময় সভায় স্থানীয় সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু, মজিবুর রহমান ডিপটি, আইনজীবী ইসমাইল সিরাজী, জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম বিকট, কোহিনূর ইসলাম প্রমুখ।

মতিবিনিময় সভায় নজরুল ইসলাম লিচু চেয়ারম্যান পদে আগামী উপনির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন এবং নিলাখিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।

নিলাখিয়া ইউনিয়নের উন্নয়নে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু।

উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার চেয়ারম্যান পদ থকে পদত্যাগ করলে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এরপর থেকে নিলাখিয়া ইউনিয়নে কে বসবে চেয়ারম্যানের চেয়ারে তা নিয়ে চলছে তীব্র আলোচনা।