অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোস্তাকিম রং মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশনা অগ্রাহ্য করে দীর্ঘদিন থেকে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন মোস্তাকিম রং মিয়া। ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী। পরে বালু মহাল এবং মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছামিউল হকসহ পুলিশ সদস্যরা সাথে ছিলেন।

অভিযান শেষে এসিল্যান্ড জানান, ১৪ মে সরজমিনে গিয়ে আমরা মাটি উত্তোলন করতে দেখে জরিমানা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।