গঠিত হলো ‘অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, জামালপুর’

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় বসবাসকারী এবং জেলা প্রতিষ্ঠান থেকে অবসরগ্রহণকারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়ে ‘অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, জামালপুর’ গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ১১ মে দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলনায়তনে জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক সাধারণ সভা শেষে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দকে সভাপতি ও একই কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সচিব নির্বাচিত করে ১৩ (তের) সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দ। সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ ও সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, জামালপুরের সাধারণ সভায় প্রাক্তন অধ্যক্ষবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুর রহমান খান, প্রাক্তন অধ্যক্ষ আনোয়ার হোসেন (আমাক), প্রাক্তন অধ্যক্ষ মাসুম আলম খান (মেসক), প্রাক্তন অধ্যক্ষ মো. মোজাম্মেল হক (আমাক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম (আমাক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন (গসক,ম), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান (চৌসাআসক, নো), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম খান (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নূরুল ইসলাম আব্দুল্লাহ (বকিসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দেবতোষ নিয়োগী (শেসমক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক (শ্রীসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিন (হাসক, ম), উপাধ্যক্ষ প্রফেসর মো. কায়েম উদ্দিন (শ্রীসক,শে), প্রাক্তন উপাধ্যক্ষ মীর আনছার আলী (জাসমক), প্রফেসর কামরুল হুদা, প্রফেসর শামসুল হক, প্রফেসর মো. জাহিদ আনোয়ার, প্রফেসর মাফরুহা আক্তার, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর স্বপন সাইয়েদ, মো. ইজ্জত আলী খান, মো. আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আলী জিন্নাহ, মো আবুবকর সিদ্দিকসহ শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে তাদের অবসরজীবনকে প্রশান্তিময় করে তোলার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে কল্যাণের ভূমিকা পালনের উদ্দেশ্যে এই সংগঠনটি গড়ে তোলা হয়।